Rolls-Royce Unnati Scholarship 2023 বা উন্নতি স্কলারশিপ নতুন আরেকটি সংযোজন। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকার একাধিক স্কলারশিপের বন্দোবস্ত করেছে। সরকার যেমন এই ধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছে, তেমন বেসরকারি বহু সংস্থা স্কলারশিপের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।
উন্নতি স্কলারশিপ কি? | What is Unnati Scholarship?
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়ারা, বিশেষ করে কন্যা সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হয় না। এখনো সমাজের একটা অংশের মধ্যে এই প্রবণতা রয়েছে। ফলে যাতে কন্যা সন্তানরা আর্থিক প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত না হন, সেই দিকে লক্ষ করে এই স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। Unnati Scholarship শুধুমাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক সহায়তা করার মধ্য দিয়ে তাদের জীবনের প্রতিষ্ঠিত করাই একমাত্র লক্ষ্য।
কারা এই স্কলারশি পাবে? Who can Apply Unnati Scholarship?
যে সমস্ত ছাত্রীরা স্নাতক স্তরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে সাইন্স টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং বিষয়টির ওপরে পড়াশুনা করছেন, তারাই Unnati Scholarship পাওয়ার যোগ্য। এই স্কলারশিপটি একটি ছোট্ট ইন্টারভিউ এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। স্কলারশিপ পেলে সেই ছাত্রী স্নাতক স্তরে পড়াশোনার জন্য এককালীন ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।
কারা আবেদনের যোগ্যঃ
ছাত্রীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
Science-Technology এবং Engineering বিভাগে স্নাতক স্তরে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়াশোনা করতে হবে।
উন্নতি স্কলারশিপে নির্বাচন পদ্ধতিঃ
রোলস রোয়েস প্রাইভেট লিমিটেডের নির্বাচন কমিটি ছাত্রীদের একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করবে। তারপরে সেই ছাত্রীকে ফোনের মাধ্যমে একটি ছোট্ট ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করা হবে।
প্রজনীয় নথিপত্র। Required Document
- আধার কার্ড।
- মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
- ব্যাংকের পাসবুক।
- মোবাইল নম্বর এবং ইমেইল আইডি।
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
- স্নাতক স্তরে ভর্তির রশিদ
- পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
আবেদন পদ্ধতি | Application Process
প্রথমেই Buddy4Study Rolls Royce Unnati Scholarship- এর ওয়েবসাইটে Apply Now অপশনটি ক্লিক করতে হবে।
এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটি সঠিকভাবে পূরণ করে যাবতীয় নথি আপলোড করতে হবে।