Pragati Scholarship Apply 2023

pragati saksham scholarshipPragati Scholarship Apply 2023: প্রগতি স্কলারশিপে পড়ুয়ারা পাবে ৩০০০০ টাকা, জানুন কিভাবে আবেদন করবেন। আমাদের দেশ সহ রাজ্যে এমন অনেক পড়ুয়া রয়েছে যাদের মেধা মেধাবী হওয়া সত্বেও পরিবারের আর্থিক টানাটানির জন্য উচ্চ শিক্ষার জন্য আর্থিক সামর্থ্য নেই। তাই সে সকল পড়ুয়ার উচ্চশিক্ষার জন্য যেতে পারেনা। প্রগতি স্কলারশিপ, যা কেন্দ্র রেকার দ্বারা পরিচালিত করা হয়।

pragati saksham scholarship

প্রগতি স্কলারশিপ কি? Pragati Scholarship Scheme 2023

পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য অনেক স্কলারশিপ রয়েছে, সেই সঙ্গে শুধুমাত্র ছাত্রীদের আর্থিক সহায়তার জন্যও অনেক স্কলারশিপ রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো প্রগতি স্কলারশিপ। AICTE (All India Council for Technical Education) এর তরফ থেকে এই প্রগতি স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য ৩০,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকে।

বৃত্তির পরিমাণ | Scholarship Amount

কোর্স তালিকা

স্কলারশিপের পরিমাণ

নবম শ্রেণী দশম শ্রেণী এবং আইটিআই কোর্স

১০,০০০ টাকা

একাদশ এবং দ্বাদশ শ্রেণী

১৫,০০০ টাকা

মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা কোর্স

২০,০০০ টাকা

ব্যাচেলর কোর্স

৩০,০০০ টাকা

প্রগতি স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? Candidate Eligibility

1) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে একজন ছাত্রী হতে হবে।

2) আবেদনকারীকে অবশ্যই কোনো AICTE অনুমোদিত কোনো কলেজে টেকনিক্যাল, ডিপ্লোমা, আইটিআই অথবা ডিগ্রি কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে এছাড়াও নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

3) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

4) একটি পরিবার থেকে সর্বোচ্চ দুজন বিদ্যার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

5) আবেদনকারী যে কোর্সে এই স্কলারশিপের জন্য আবেদন করছে তার আগের ক্লাসে আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র Required Document

  • আবেদনকারীর আধার কার্ড।
  • নতুন কোর্সের ভর্তির রশিদ।
  • পূর্ববর্তী ক্লাসের মার্কসিট (Marksheet)
  • বাসস্থানের প্রমাণ পত্র (Residential Proof)
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট (Income Certificate)
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।

আবেদনের নিয়ম – Pragati Scholarship 2023 Application Process

Pragati Scholarship Apply 2023 জেনেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি। ছাত্রীরা প্রগতি স্কলারশিপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে (Online Form Fill Up)। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

  • 1) প্রগতি স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথম https://www.aicte-pragati-saksham-gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

  • 2) এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া (Registration) সম্পন্ন করতে হবে।

  • 3) রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি ভেরিফিকেশন করতে হবে।

  • 4) এরপর প্রোফাইল লগইন করে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

  • 5) এরপর সবশেষে আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ Application Last Date

২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে প্রগতি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এবং আবেদন চলবে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।

 

Pragati Scholarship Apply 2023