Rolls-Royce Unnati Scholarship 2023 বা উন্নতি স্কলারশিপ নতুন আরেকটি সংযোজন। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকার একাধিক স্কলারশিপের বন্দোবস্ত করেছে। সরকার যেমন এই ধরনের স্কলারশিপের ব্যবস্থা করেছে, তেমন বেসরকারি বহু সংস্থা স্কলারশিপের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে।